ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ | BRAC University Senior Research Associate Job Circular 2025

সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। দেখে নিন বিস্তারিত BRAC University Senior Research Associate Job Circular 2025।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (CED) সম্প্রতি “বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে জলবায়ু পরিবর্তন ও প্লাস্টিক বর্জ্য মোকাবিলা” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। ড্যানিডা ফেলোশিপ সেন্টার (DFC)-এর অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি ২০২৪ সাল থেকে শুরু হয়ে ২০২৯ সাল পর্যন্ত চলবে।

পদের নামসিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট
প্রকল্পকাল২০২৪–২০২৯
প্রতিষ্ঠানব্র্যাক বিশ্ববিদ্যালয়, সিইডি
শিক্ষাগত যোগ্যতাসংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতান্যূনতম ৫ বছর
আবেদনের শেষ তারিখ৩০ আগস্ট ২০২৫

BRAC University Senior Research Associate Job Circular 2025

BRAC University Senior Research Associate Job Circular 2025 সম্পর্কে আরো কিছু তথ্য দেখে নিন।

যোগ্যতা ও অভিজ্ঞতা :

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান, পরিবেশ অর্থনীতি, পরিবেশ প্রকৌশল, পরিবেশ সমাজবিদ্যা, নগর ও অঞ্চল পরিকল্পনা, নৃবিজ্ঞান, অপারেশনস ম্যানেজমেন্ট, দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু অর্থায়ন বা সমজাতীয় বিষয়ে অন্তত স্নাতকোত্তর ডিগ্রি
  • টেকসই উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা অথবা ইকোসিস্টেম ডেভেলপমেন্ট সম্পর্কিত গবেষণায় ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা
  • গুণগত ও পরিমাণগত গবেষণা পদ্ধতি, তথ্য বিশ্লেষণ এবং NVivo, SPSS বা STATA-এর মতো ডেটা ভিজুয়ালাইজেশন সফটওয়্যার ব্যবহারে দক্ষতা।
  • বাংলা ও ইংরেজি ভাষায় চমৎকার যোগাযোগ দক্ষতা এবং কাজের প্রয়োজনে ভ্রমণের সক্ষমতা।

আবেদনের নিয়মাবলি

আগ্রহী প্রার্থীদেরকে কাভার লেটার, লেখার নমুনা (যেমন প্রকাশনা বা ফিল্ড রিপোর্ট), হালনাগাদ সিভি (রেফারেন্সসহ) এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিপাঠাতে হবে ced.projects@bracu.ac.bd ই-মেইলে ঠিকানায়। ই-মেইলের বিষয় লাইনে অবশ্যই “Application for Senior Research Associate” লিখতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৫।

আরও পড়ুনঃ ব্র্যাক ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ BRAC Bank PLC Job Circular 2025

শেয়ার করুন
Moshiur Rahman

I am a government official, I publish information about my job as well as job circulars or job recruitment. My information is absolutely correct because I publish it after verifying it.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top